Home সারাদেশ পদ্মা নদীতে নৌকাডুবি, ২ শিক্ষার্থী নিখোঁজ

পদ্মা নদীতে নৌকাডুবি, ২ শিক্ষার্থী নিখোঁজ

by Shohag Ferdaus
নৌকাডুবি

রাজশাহীর পবার হারুপুরে পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১১ যাত্রী সাঁতরে তীরে ফিরলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলেন, সূচনা ও রিমন। তারা দুইজনই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে এখনো তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় ১৩ জন পদ্মা নদীতে ঘুরতে যান। বিকেল ৫টার দিকে পদ্মার হারুপুরে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় সাঁতরে তীরে এসে পৌঁছালেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like