Home সারাদেশ উলিপুরে নৌকার প্রার্থী মিঠুর জয়

উলিপুরে নৌকার প্রার্থী মিঠুর জয়

by Shohag Ferdaus
জয়

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মামুন সরকার মিঠু জয়ী হয়েছেন। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ১৮টি কেন্দ্রের ১১৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন রাতে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।

তিনি জানান, নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মামুন সরকার মিঠু নৌকা প্রতীকে ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে হায়দার আলী মিঞা ৭ হাজার ৪১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক আতাউর রহমান ৩ হাজার ৫২৮ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন, কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে কুড়িগ্রামের শেষ পৌরসভা হিসেবে উলিপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর ১ম দফায় কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে কাজিউল ইসলাম এবং ১৬ জানুয়ারি ২য় দফা নির্বাচনে নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like