Home সারাদেশ নেত্রকোনায় নৌকাডুবিতে ১৭ মরদেহ উদ্ধার

নেত্রকোনায় নৌকাডুবিতে ১৭ মরদেহ উদ্ধার

by Newsroom

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ৫ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন কন্যাশিশু ও বাকিরা পুরুষ। কন্যাশিশু দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলো লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। বাকিদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫ নম্বর চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। এসময় হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তারা সবাই ভালো আছেন।

ভয়েস টিভি/নেত্রকোনা প্রতিনিধি/টিআর/ডিএইচ

You may also like