পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে গোড়রী বাজারস্থ চিকনাই নদীতে এ নৌকা বাইচের উদ্বোধন করা হয়েছে।
আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক।
সপ্তাহব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের ১৮টি নৌকা অংশগ্রহণ করেছে।
ভয়েস টিভি/এসএফ