Home জাতীয় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চালাচল শুরু

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চালাচল শুরু

by Newsroom
রুটে

প্রায় দুই সপ্তাহ অচলাবস্থার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সকাল থেকে  ফেরি চলাচল শুরু হয়। তবে পূর্বের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী শুধু দিনের বেলা এই ফেরিগুলো চলবে। বর্তমানে নৌরুটে ৫টি ফেরি চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারি ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, সকালে কুমিল্লা, কর্ণফুলী, ফরিদপুর, কিশোরী এই চারটি ফেরি শিমুলিয়াঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাদারিপুরের কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ পর্যন্ত ফেরি চলাচলে কোন সমস্যা হয়নি। এই পথ দিয়ে আগেও ফেরি চলাচল করেছে এটি ‘চায়না চ্যানেল’ নামে পরিচিত। মূল নদী দিয়ে চায়না চ্যানেল হয়ে জাজিরা প্রান্তের পদ্মাসেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝে দিয়ে চলছে এসব ফেরি।

অন্যদিকে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল আলীম মিয়া জানান, কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এখন নাব্য সংকট কিছুটা কেটে যাওয়ায় সীমিত আকারে পরীক্ষামূলক কয়েকটি ফেরি চালু করা হয়েছে। সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি কাকলী শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

জানা গেছে, ফেরি চলাচল শুরুর পর মোটরসাইকেল ও প্রাইভেটকার বেশি পার হয়েছে। নাব্যতা সংকট এখনো কয়েকটি পয়েন্টে আছে, তাই সেসব জায়গায় ড্রেজিং চলছে। তবে যেকোনো সময় ফেরি চলাচল আবার বন্ধ হয়ে যাওয়ারও পরিস্থিতি তৈরি হতে পারে।

ভয়েস টিভি/টিআর

You may also like