Home সারাদেশ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রতিদিন ১২ ঘণ্টা ফেরি বন্ধ থাকবে

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রতিদিন ১২ ঘণ্টা ফেরি বন্ধ থাকবে

by Shohag Ferdaus
রুটে

আজ থেকে প্রতিদিন ১২ ঘণ্টা শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৯ আগস্ট শনিবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like