Home সারাদেশ নড়াইলে এবার ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা

নড়াইলে এবার ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা

by Newsroom

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পাকাধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা। এ জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধানের আবাদ বেশি হয়েছে ৫ হাজার হেক্টর জমিতে। সেইসাথে গত বছরের চেয়ে এবার ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৩শ থেকে ৪শ টাকা বেশি। ধানের বাম্পার ফলন আর উপযুক্ত দামে বিক্রি হওয়ার বাড়তি লাভ হচ্ছে প্রান্তিক কৃষকদের।

দেশজুড়ে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়লেও নড়াইলে সংকট হয়নি ধানকাটা শ্রমিকের। কম্বাইন হারভেস্টার মেশিনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ ব্যক্তিগতভাবেও অনেকে কৃষকদের ধান কেটে সহযোগিতা করেছে।

এদিকে, আবহাওয়া অনুকূলে থাকায় সহজেই ঘরে ধান তুলেছে কৃষকরা । তাই এ বছর ধান বিক্রি হচ্ছে গতবারের চেয়ে মনপ্রতি সাড়ে তিন শ থেকে ৪শ টাকা বেশিতে। লাভ বেশি হওয়ায় সন্তুষ্ট কৃষকরা।

কৃষি অধিদপ্তর জানায়, এ জেলায় চালের চাহিদা ১ লাখ ৬৭ হাজার ৬ শ ৮৬ মেট্রিক টন। এবার চাহিদা মিটিয়েও প্রায় ১ লাখ ত্রিশ হাজার মেট্রিক টন চাল বাড়তি রয়েছে।

মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে জমি চাষ করে কৃষকরা ধানের ন্যায্য দাম পাবে। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রিপোর্ট: মো: ইমরান হোসেন
এডিট: সাজিয়া আক্তার

You may also like