করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিক আহম্মেদ (৬৮)। ১৬ আগস্ট রোববার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী জেলা আওয়ামী লীগ নেত্রী আনজুমান আরা ছিদ্দিক আহম্মেদের মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছিদ্দিক আহম্মেদ নড়াইল পৌরসভার আলাদাতপুর (চরেরঘাট) গ্রামে বসবাস করতেন। কিছুদিন আগে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। পরে গত ৭ আগস্ট পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস পজিটিভ আসে। পরদিন ৮ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
ছিদ্দিক আহম্মেদ ছাত্রজীবন থেকে ছাত্রলীগ ও পরে নড়াইল জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
ভয়েস টিভি/নড়াইল প্রতিনিধি/এসএফ