Home সারাদেশ নড়াইল মুক্ত দিবস আজ

নড়াইল মুক্ত দিবস আজ

by Shohag Ferdaus
নড়াইল মুক্ত

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইলের মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করেছিল।

দিবসটি পালনের জন্য নড়াইল জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধারা জানান, ৯ ডিসেম্বর নড়াইল শহরকে হানাদার মুক্ত করার জন্য পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহর নেতৃত্বে একটি গ্রুপ চিত্রা নদীর পূর্ব দিক থেকে কাভারিং সাপোর্টে অন্য গ্রুপ সদর থানা লিডার শরীফ হুমায়ুন কবীরের নেতৃত্বে বর্তমান নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দক্ষিণ দিক থেকে আক্রমণ চালায়। এতে পাল্টা আক্রমণে সদরের বাগডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান শহীদ হন।

শহরের পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে অবস্থানরত পাক মিলিটারিকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা অস্বীকার করেন। এসময় মুক্তি বাহিনীর সদস্যরা চতুর্দিক থেকে গোলাবর্ষণ শুরু করলে পাক মিলিটারিরা আত্মসমর্পণে বাধ্য হয়। এতে কয়েকজন পাক মিলিটারি নিহত হয় এবং অন্যদের আটক করে জেল হাজতে পাঠানো হয়।

১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়। পরে শহরে বিজয় উল্লাস ও জয় বাংলা শ্লোগানে শহর প্রকম্পিত করে তোলে বাংলার দামাল ছেলেরা।

১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ৮ নং সেক্টরের কমান্ডার মেজর মঞ্জুর নড়াইলে আসেন এবং মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like