Home বিনোদন এক সিনেমায় ১০ কোটি ডিমান্ড করেন রহস্যময়ী নয়নতারা

এক সিনেমায় ১০ কোটি ডিমান্ড করেন রহস্যময়ী নয়নতারা

by Newsroom
নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। তামিল, তেলেগু, মালায়লাম সব ইন্ডাস্ট্রিতেই কাজ করেন। দর্শকদের কাছে অসামান্য প্রিয় এই অভিনেত্রী সম্মানীও পান মোটা অংকের। নয়নতারা বর্তমানে রুপি পারিশ্রমিক নেন, যা এর আগে কোনো দক্ষিণী অভিনেত্রী পাননি।

বলছি নয়নতারার কথা। পুরো ভারতেই যখন নায়ককেন্দ্রিক ছবির চল, তখন নয়নতারার মতো অভিনেত্রীরা এগিয়ে এসেছেন। নায়ক নয়, নায়িকাকেন্দ্রিক ছবি উপহার দিয়েছেন বক্স অফিসে। হয়ে গেছেন ‘লেডি সুপারস্টার’।

গেল ১৮ নভেম্বর ছিল এ নায়িকার জন্মদিন। ১৯৮৪ সালে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম এই নায়িকার। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল ডিয়ানা মরিয়ম কুরিয়ান। মালয়ালম ছবি ‘মানাশিনাক্কারে’ দিয়ে জয়রামের সঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয়। একে একে করেন তামিল ও তেলেগু ছবি। নয়নতারা হতে চেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্টস। পড়ালেখা করেছেন ইংরেজি সাহিত্যে। আর ক্যারিয়ার গড়েছেন অভিনয়ে।

কোটি ভক্ত থাকা সত্ত্বেও নয়নতারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। কোনো জনপ্রিয় প্ল্যাটফর্মে তার দেখা মিলবে না। এক সাক্ষাৎকারে নয়নতারা বলেছিলেন, নিজের ব্যক্তিগত কিছু বাইরের দুনিয়ায় প্রকাশ করতে চান না।

আরও পড়ুন : দুনিয়া শাসন করবেন হৃতিক: তামিল অভিনেতা

ব্যক্তিগত জীবনে নয়নতারা একাধিক প্রেমে জড়িয়েছেন। তার প্রথম প্রেম নির্মাতা ও অভিনেতা সিলামবারাসনের সঙ্গে। ২০০৬ সালের দিকে তারা প্রেমে জড়ান এবং কয়েক বছর পর সেটা ভেঙে যায়। এরপর নয়নতারার সম্পর্ক হয় অভিনেতা, নির্মাতা ও নৃত্যপরিচালক প্রভু দেবার সঙ্গে। ২০১০ সালের দিকে তারা বিয়েরও সিদ্ধান্ত নেন। কিন্তু প্রভু দেবা আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী লতা মামলা দায়ের করেছিলেন। বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হয়, এ কারণে ২০১২ সালে নয়নতারা নিশ্চিত করেন যে, প্রভু দেবার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই।

এই মুহূর্তে নয়নতারার নয়নের তারা প্রেমিক ভিগনেশ শিব। তিনি তামিল ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণ করেন। সিনেমার সেটেই তাদের প্রেম হয়। নয়নতারা সিরিয়ান ক্রিস্টান হিসেবে বেড়ে ওঠেন। পরে ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্মে দীক্ষিত হন।

ক্রাইম থ্রিলার ‘নেত্রিকান’ এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন। কোরিয়ান ছবি ‘ব্লাইন্ড’এর রিমেক এটি।

চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে নাচের কথা ছিল নয়নতারার। কিন্তু নাচের কোরিওগ্রাফার প্রভু দেবা থাকার কারণে রাজি হননি নয়নতারা। বলিউডে অভিষেক হতে যাচ্ছে নয়নতারার। বিপরীতে বলিউড কিং খান শাহরুখ খান। এখন পর্যন্ত ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন : মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি, উল্টে গিয়ে গুরুতর আহত তামিল নায়িকা

You may also like