Home সারাদেশ আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

by Shohag Ferdaus

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ২৬ আগস্ট বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দোষারোপ করে শাস্তির দাবি জানায়।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুলকে উদ্দেশ্য করে কুরুচিকর স্ট্যাটাস দেয় পৌর মেয়র কারিবুল হক রাজিনের সমর্থক নাদিম। এ ঘটনায় সোমবার রাতে আতিকুল ইসলামের সমর্থকরা নাদিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনার জেরে দুপুরে মানববন্ধনে মিলিত হয় কারিবুল হক রাজিনের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপর অংশের কর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ভয়েস টিভি/এসএফ

You may also like