Home সারাদেশ পঞ্চগড়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

পঞ্চগড়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

by Shohag Ferdaus
নারী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাষাবাদের জমি নিয়ে সংঘর্ষে লাঠির আঘাতে সুফিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি বুধবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন একই এলাকার কামরুজ্জামানের স্ত্রী। এদিকে দুপুরে নিহতের স্বামী কামরুজ্জামান থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানায়, সকালে নিহত সুফিয়া খাতুন পরিবারসহ বাদাম চাষের জন্য জমিতে জৈবসার প্রয়োগ করতে যান। ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল একই এলাকার তাইবুল আলমের সঙ্গে। জমিতে সার প্রয়োগের খবরে তাইবুল তার ৩ ছেলে হারুন, লতিফুর ও আমজালুর রহমানকে নিয়ে তাদের বাধা দেন। এর একপর্যায়ে নিহত নারীর পরিবারকে তারা মারধর শুরু করে।

মারধরের খবরে দুই পক্ষের লোকজন ঘটনাস্থল উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়। এতে ২ পক্ষের মোট ৭ জন আহত হয়।

এদিকে সুফিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে হামলাকারী চন্দনবাড়ি এলাকায় তাদের ওপর আবার হামলা চালায়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেয়।

অন্যদিকে সুফিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বোদা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেয়ার পথে সুফিয়া মারা যান।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, নিহতের স্বামী কামরুজ্জামান (৬৫), মেয়ে কল্পনা (২৮), আসাদুজ্জামান (৪০), ফেনি বেগম (৩০), তাইবুল আলম (৬০), নারগিস আক্তার (৩৫) ও লুতফা বেগম (৫০)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, নিহতের স্বামী কামরুজ্জামান থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় আমজালুর রহমান নামে ১ জনকে আটক করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like