Home সারাদেশ পঞ্চগড়ে করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট চালু

পঞ্চগড়ে করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট চালু

by Newsroom
পঞ্চগড়ে

দ্রুততম সময়ে করোনা শনাক্তের জন্যে পঞ্চগড়ে র‌্যাপিড এন্টিজেন টেস্ট সেবা চালু হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বাইরে অস্থায়ী ক্যাম্পে সেবাটি চালু করে স্বাস্থ্য বিভাগ।

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর মাধ্যমে প্রান্তিক এ জেলার করোনা রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম দিনেই করোনা উপসর্গ নিয়ে আসা তিনজনে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং ৩০ মিনিটের মধ্যেই তাদের ফলাফল দেয়া হয়। ফলাফলে তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে। কেবল যাদের করোনার উপসর্গ রয়েছে তারাই ১০০ টাকার ফি দিয়ে এই পরীক্ষা করাতে পারবেন।

যাদের করোনা নেগেটিভ হবে তাদের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হবে। প্রথম পর্যায়ে জেলায় ৫০০ শত কিট সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে বংশবিস্তারে আসছে অতিথি পাখি

ভয়েস টিভি/এমএইচ

You may also like