Home সারাদেশ পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

by Newsroom
তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে উসমান আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদরের শিংপাড়া এলাকার পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার সুরিভিটা এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উসমান আলী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন। তিনি শিংপাড়া এলাকায় আসলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া গামী একটি পিকআপ উসমানের মোটরসাইকেলে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, আমরা ঘাতক পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like