পঞ্চগড়ে বিরল প্রজাতির একটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধারের ১৮ দিন পর আবারও একটি উদ্ধার করা হয়েছে। তবে প্রথমবার জীবিত উদ্ধার করা হলেও এবার মৃত অবস্থায় পাওয়া গেছে সাপটি।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকা থেকে মৃত এই সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে চাকলাহাটে বাড়ির পাশে বাঁশবাগানের মাটি কাঁটতে যায় আশরাফুল ইসলাম নামে এক যুবক। মাটি কাঁটার ফাঁকে সাপটি বের হলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে আঘাত করে। এতে করে সাপটি অসুস্থ্য হয়ে যায়। পরে আবু তাহের নামে একজন খবর পেয়ে ছুটে গিয়ে বিষয়টি বন্যপ্রাণী ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহকে জানায়।
ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ বলেন, বিকেল ৪টার সময় ঘটনাস্থলে গিয়ে দেখি এটি রেড কোরাল কুকরি সাপ। তবে আমি যাওয়ার আগেই স্থানীয়দের আঘাতে সাপটি মারা যায়।
পরে মৃত সাপটিকে উদ্ধার করে নিজের কাছে রেখে ঢাকায় অবস্থানরত বন বিভাগের কনক রায় ও আব্দুল্লাহ্ সাদিকের সঙ্গে যোগাযোগ করি। তারা এসে যোগাযোগ করলে আমি সাপটিকে তাদের কাছে হস্তান্তর করবো।
গত ৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে মাটি কাটার সময় দেশে প্রথমবারের মতো জীবিত নতুন প্রজাতির এই সাপ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পঞ্চগড় থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার
আরও পড়ুন : পঞ্চগড়ে উদ্ধার হওয়া ‘কমলাবতী’ আশঙ্কামুক্ত নয়
ভয়েস টিভি/এমএইচ