Home ভিডিও সংবাদ পারাপারের অপেক্ষায় প্রায় ৭ শতাধিক পণ্য বোঝাই ট্রাক

পারাপারের অপেক্ষায় প্রায় ৭ শতাধিক পণ্য বোঝাই ট্রাক

by Newsroom
পণ্য বোঝাই ট্রাক

অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটে পাটুরিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক পণ্য বোঝাই ট্রাক।

বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার সন্ধার পর থেকেই পণ্য বোঝাই ট্রাকের চাপ বাড়তে থাকে। যাত্রীবাহি পরিবহনগুলো প্রথমে পার করায় পণ্য বোঝাই ট্রাকগুলো অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ীগুলো সরাসরি পার হলেও আটকে রাখা হয়েছে ঘাটের ২ টি ট্রাক টার্মিনালে সাড়ে ৩ শতাধিক।

আর ওয়েট স্কেলের সামনে ১ শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরো আড়াই শতাধিক পণ্য বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে।

বর্তমানেপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬ টি ফেরির সাহায্যে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকার চাপ কমলে ট্রাকগুলো ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভয়েস টিভি/টিআর

You may also like