Home অর্থনীতি ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

by Shohag Ferdaus
পুঁজিবাজার

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন।

২১ অক্টোবর বুধবার ‘ব্যক্তিগত’ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গত ৮ অক্টোবর সানাউল হক ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়।

তবে নিয়ম অনুযায়ী আরও তিন মাস সানাউল দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সানাউল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়।

এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আরও পড়ুন: বিশ্বসেরা বাংলাদেশের পুঁজিবাজার

ভয়েস টিভি/এসএফ

You may also like