Home বিশ্ব পদার্থে নোবেল পেলেন ব্লাকহোলের তিন গবেষক

পদার্থে নোবেল পেলেন ব্লাকহোলের তিন গবেষক

by Shohag Ferdaus
পদার্থে

পদার্থ বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবংআন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখার জন্য এ বছরের নোবেল জিতে নেন এ তিন বিজ্ঞানী। এদের মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুইজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।

৬ অক্টোবর মঙ্গলবার সুইডেনে স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে পদার্থে এ তিন বিজয়ীর নাম ঘোষণা করেন রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল গোরান হ্যানসন।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পুরস্কারের জন্যে ডোনাল্ড ট্রাম্প মনোনীত

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ এ তিনজনের নাম প্রকাশ করা হয়।

আরও পড়ুন: হেপাটাইটিস সি’র ৩ গবেষক পেলেন চিকিৎসার নোবেল

আগের দিন চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতে নেন তিন বিজ্ঞানী। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

ভয়েস টিভি/এসএফ

You may also like