Home অর্থনীতি ‘২১ সালের জুনে নয়, ২০২২ সালে শেষ হবে পদ্মাসেতুর কাজ’

‘২১ সালের জুনে নয়, ২০২২ সালে শেষ হবে পদ্মাসেতুর কাজ’

by Shohag Ferdaus
শুল্ক কমানোর

২০২২ সালের মধ্যেই পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগামী বছরের (২০২১) জুন মাসে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে- এমনটাই ঠিক করা ছিল। কিন্তু বৈশ্বিক করোনা মহামারি ও অতিরিক্ত বন্যা সেতুর নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে। তাই আগামী জুনে শেষ করা সম্ভব হচ্ছে না।

২৬ আগস্ট বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সেতুর নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এজন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন দেয়া হয়েছে। নদী শাসন কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন অ্যান্ড এএমপি অ্যাসোসিয়েটসের মেয়াদ চলতি আগস্টে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা জানেন বিভিন্ন কারণে বিশেষ করে বর্তমানে করোনা সংক্রমণের কারণে পদ্মাসেতুর কাজ সময়মতো করতে পারিনি।
‘এছাড়া এবছর ভয়াবহ বন্যা, যা কখনো কল্পনা করিনি, এ বন্যার কারণেও কাজ বন্ধ রয়ে গেছে। সেজন্য নদী শাসন তদারকির দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) অ্যান্ড এএমপি অ্যাসেসিয়েটসের চুক্তির মেয়াদ সেপ্টেম্বর ২০২০ থেকে জুন ২০২৩ পর্যন্ত ৩৪ মাস বাড়ানো হয়েছে।

এখন যে খরচ বড়ানো হলো এতে প্রকল্পের ব্যয় বেড়ে কত হলো জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পের ব্যয় যা ছিল তাই থাকবে। প্রকল্প ব্যয়ে এটা অলরেডি ধরা ছিল, সেখান থেকেই অ্যাডজাস্ট করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like