Home সারাদেশ পদ্মায় ধরা পড়লো বিশালাকৃতির পাঙ্গাশ

পদ্মায় ধরা পড়লো বিশালাকৃতির পাঙ্গাশ

by Shohag Ferdaus

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। ২৭ আগস্ট শুক্রবার ভোরে পাবনার কাজিরহাট এলাকর জেলে পরাণ হলদারের জালে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ ব্যাপারে পরাণ হলদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে মো. দুলালের আড়তে তুললে সেখান থেকে চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা ভাণ্ডারের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মা বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি দেখতে পাই।

জানা যায়, মাছটির ওজন ২২ কেজি। স্থানীয় আড়তদার খোলা ডাকে মাছটির বিক্রির কথা বললে আমি সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি। এখন ১৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির কথা জানান চান্দু।

You may also like