Home সারাদেশ ‘সাময়িক দুর্ভোগের চেয়ে পদ্মা সেতুর নিরাপত্তা গুরুত্বপূর্ণ’

‘সাময়িক দুর্ভোগের চেয়ে পদ্মা সেতুর নিরাপত্তা গুরুত্বপূর্ণ’

by Shohag Ferdaus
পদ্মা সেতুর

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অতিরিক্ত স্রোতের কারণে পদ্মা সেতুর স্প্যানগুলো পর্যন্ত বসানো যাচ্ছে না। প্রবল স্রোতের কারণে গতকাল (২৮ আগস্ট) একটি ফেরি চরে আটকে গেছে। কাজেই আমরা আশঙ্কা করছি রাতে যদি ফেরি চালু থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আমরা মনে করি সাময়িক এ দুর্ভোগের চেয়ে পদ্মা সেতুর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৯ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই পদ্মা সেতুর জন্য ১৬ কোটি মানুষ অপেক্ষা করছি। আমরা চাই না আমাদের কোনো খেয়ালিপনা বা দুর্বলতার কারণে পদ্মা সেতুর কর্মকাণ্ড ব্যহত হোক। হয়তো আমাদের দুর্ভোগ হবে কিন্তু আমাদের বড় কিছু প্রাপ্তির জন্য এ দুর্ভোগ সহ্য করতে হবে।

এর আগে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনজাত করেন।

এসময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়াম্যান কমডোর গোলাম ছাদেক, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা জানান।

ভয়েস টিভি/এসএফ

You may also like