Home জাতীয় দৃশ্যমান হলো পদ্মা সেতুর প্রায় পাঁচ কিলোমিটার

দৃশ্যমান হলো পদ্মা সেতুর প্রায় পাঁচ কিলোমিটার

by Shohag Ferdaus
পদ্মা সেতু

মহামারি করোনার মধ্য যখন থমকে আছে সব কিছু তখনও থেমে নেই পদ্মা সেতু প্রকল্পের কাজ। ১১ অক্টোবর রোববার ৯টা ২২ মিনিটে বহুমুখী সেতুটির ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে ৩২তম স্প্যান ‘ওয়ান-ডি’। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এই স্প্যানটি বসানো হলো। এটি বসানোর পর মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াল ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার।

এর আগে সকাল ৭টা থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা চেষ্টা করেও পিলারের ওপর স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় রোববার স্প্যানটি বসানো সম্ভব হলো।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান

আরও পড়ুন: পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ স্থগিত

ভয়েস টিভি/এসএফ

You may also like