Home সারাদেশ মেঘনায় ডুবে যাওয়া পন্টুন উদ্ধার

মেঘনায় ডুবে যাওয়া পন্টুন উদ্ধার

by Newsroom
পন্টুন উদ্ধার

ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া ইলিশা ঘাটের পন্টুন উদ্ধার করা হয়েছে। ৩ দিন চেষ্টা চালিয়ে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভিক’ ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে পন্টুনটি উদ্ধার করতে সক্ষম হয়।

বিআইডব্লিটিএ’র অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে ভয়েস টিভিকে  জানান ‘পল্টুনটি মেরামতের জন্যে বরিশাল ডকইয়ার্ডে নেয়া হয়েছে।’

এরআগে, গত ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে পন্টুনটি ডুবে যায়।

এদিকে ২৩ দিনপর নিমজ্জিত পন্টুন উদ্ধার করা হলেও ওই ঘাটে স্থাপন করা হয়নি নতুন কোনো পন্টুন। এতে করে ভোলা-লক্ষ্মীপুর ও ঢাকা রুটের লঞ্চ, ওয়াটারবাস, সি-ট্রাকসহ ২০টি নৌযান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

আরও পড়ুন- ভোলার মেঘনায় মিলছে না ইলিশ; হতাশ জেলেরা

একই সঙ্গে দেশের ২১ জেলার সহজ যোগযোগে যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তরা জানান, ইলিশা ঘাটে গ্যাং ও জেটি সিস্টেম আধুনিক পন্টুন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like