Home বিনোদন ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পপি

ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পপি

by Newsroom
পপি

করোনা জয় করে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন সাদিকা পারভীন পপি। তবে পুরনো কোনো কাজ নয়, পপি ফিরছেন নতুন ছবির শুটিংয়ে।

‘ভালোবাসার প্রজাপতি’ হয়ে এবার দর্শকদের কাছে ধরা দিতে যাচ্ছেন তিনবার জাতীয় পুরস্কার-জয়ী এই নায়িকা। এটি তার নতুন ছবির নাম।

ইমপ্রেস টেলিছবির ব্যানারে যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি।

শিগগিরই শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রটির শুটিং। সিনেমাটিতে ভালোবাসা, লকডাউন, ডিভোর্স প্রভৃতি বিষয় উঠে আসবে। এতে পপিকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে।

নায়িকা পপি বলেন, নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্পটি অসাধারণ। এতে আমি অভিনয় করব একজন চিকিৎসকের চরিত্রে। আশা করি দর্শকদের তা ভালো লাগবে।

এদিকে, করোনা জয় করে গত মাসের শেষদিকে খুলনা থেকে ঢাকায় ফিরেছেন পপি। বর্তমানে তিনি ঢাকার ইস্কাটনের বাসাতেই আছেন। স্বাস্থ্যবিধি মেনেই কাজ শুরু করবেন বলে জানন তিনি।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পপির। এর পর আর পিছু তাকাতে হয়নি তাকে। দেড়শ’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটক, বিজ্ঞাপন ও স্টেজ শোতে সরব এই নায়িকা।

ভয়েস টিভি/টিআর

You may also like