Home সারাদেশ করোনায় পবা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনায় পবা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

by Newsroom

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না….রাজিউন)। ২২ নভেম্বর রোববার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। তিনি পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম হামিদ সরকার। এর দুই মাস আগে মুনসুর রহমানের ছোটভাই আনিসুর রহমানও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাথা ব্যাথা নিয়ে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান। গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি একটি কেবিনে ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like