Home সারাদেশ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

by Shohag Ferdaus
অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা এলাকায় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীর কর্মীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। এতে নিঃস্ব হয়ে গেছে ওই পরিবারটি। ৩১ জানুয়ারি রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলসিডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম স্ত্রীকে নিয়ে ছোট একটি কুড়ে ঘরে থাকেন। পৌরসভার নির্বাচনে মফিজুল হকের উটপাখি প্রতীকে নির্বাচন না করায় তার থাকার ছোট কুড়ে ঘরটি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগ ওই ওয়ার্ডের সদ্য বিজয়ী প্রার্থী শফিকুল আজম শফির।

তিনি বলেন, গতকাল (শনিবার) নির্বাচনে আমি ৫৩২ ভোট পেয়ে জয়লাভ করেছি। উটপাখি প্রতীক ৪১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীর পক্ষে ভোট না করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজটি করা হয়েছে। যদিও আমরা কেউ দেখিনি কে ঘরটিতে আগুন দিয়েছে। তবে ধারণা করছি, প্রতিপক্ষই এই হীন কাজটি করেছে।

তবে এ ব্যাপারে পরাজিত প্রার্থী মফিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভভ হয়নি।

ঘরবাড়ি হারিয়ে শফিকুল ইসলামের স্ত্রী মনিরা খাতুন জানান, ভোর রাতে কে বা কারা ঘরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঘরের মধ্যে জামা কাপড়, রান্নার জিনিসপত্রসহ নগদ সামান্য কিছু টাকা ছিল, তা সব পুড়ে ছাই হয়ে গেছে। রাতে আমরা পাশের রান্নাঘরে ঘুমিয়ে ছিলাম। এই ঘরটি ছোট এজন্য থাকতে অসুবিধা হয়, তাই রান্না ঘরে থাকি মাঝে মধ্যে। রাতে এই ঘরে থাকলে আমরাও পুড়ে মরতাম।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাটি কেউ থানায় জানায়নি। খোঁজখবর নিচ্ছি। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like