Home সারাদেশ পুলিশ লাইন্সে পরিত্যাক্ত জমি সংস্কার করে চাষাবাদ (ভিডিও)

পুলিশ লাইন্সে পরিত্যাক্ত জমি সংস্কার করে চাষাবাদ (ভিডিও)

by Amir Shohel
পরিত্যাক্ত জমি সংস্কার করে চাষাবাদ

নোয়াখালী : নোয়াখালীর পুলিশ লাইন্সে দীর্ঘদিনের পরিত্যাক্ত জমি সংস্কার করে বিভিন্ন জাতের ফল, ফুল ও সবজির চাষ করা হচ্ছে। সমন্বিত পদ্ধতিতে পুকুরে ছাড়া হয়েছে মাছের পোনা। পুলিশ লাইন্সের পরিত্যাক্ত জমিতে এসব চাষাবাদে অংশ নিচ্ছেন পুলিশ লাইন্সের সদস্যরা। পুলিশ সদস্যদের চাহিদা মিটিয়ে এসব পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হবে।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরের বিশাল এলাকা জুড়ে থাকা পুলিশ লাইন্সে রয়েছে বেশ কিছু পরিত্যাক্ত জমি। বর্তমানে সংস্কার করে কাজে লাগানো হয়েছে এই জমি। রোপন করা হয়েছে বিভিন্ন জাতের ফলের গাছ। নানান রকম সবজি চাষ করা হচ্ছে। শুধু তাই নয় পুকুরটিও সংস্কার করে ছাড়া হয়েছে মাছের পোনা। পুলিশ সদস্যরা নিয়মিত এসব গাছের পরিচর্যাও করছেন। এসব গাছ ও সবজিতে দেওয়া হয় না কোনো রাসায়নিক সার।

পুলিশ কর্মকর্তারা জানান, পরিত্যাক্ত এই জমি কাজে লাগানোর কারণে পুলিশ লাইন্সে কর্মরত ছয় শতাধিক সদস্যের ফল, সবজি ও আমিষের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া এই উদ্যোগ সফল হলে পুলিশ সদ্স্যদের বাজারের ওপর নির্ভরশীলতা কমবে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, পুলিশ লাইন্সের পতিত যেসব জায়গা আছে সেসব স্থানে ফুল, ফল ও সবজি চাষ করছি। নানা রকম সবজি চাষ করছি, যাতে করে এখানকার পুলিশ সদস্যদের পুষ্টির জোগান দেবে। এখানে যারা কর্মরত আছে শাক-সবজির জন্য তাদের আর বাজারে যেতে হবে না। জাতীয় অর্থনীতিতে এটার একটা প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই, পরিত্যাক্ত জমিতে সমন্বিত পদ্ধতিতে ফল, সবজি ও মাছ চাষের  উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদনা : আমির

You may also like