Home সারাদেশ ২০ বছর পর পরিবারকে খুঁজে পেল আসমা

২০ বছর পর পরিবারকে খুঁজে পেল আসমা

by Newsroom

২০ বছর আগে হারিয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আসমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ৪ অক্টোবর রোববার দুপুরে নোয়াখালী পৌরসভার কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

স্থানীয় সংবাদিক মেজবাহ উল হক মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় আসমার আশ্রয়দাতা ফাতেমা জোহরা সীমা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০ বছর আগে ২০০১ সালে চট্টগ্রামে হারিয়ে যায় আসমা। কাঁদতে দেখে একটি পরিবার বাসায় কাজ করানোর জন্যে রাস্তা থেকে নিয়ে যায়। মারধর করলে ওই বাসা থেকে পালিয়ে যায় আসমা। পরে নোয়াখালির ফেরদৌসী নামে এক নারী রাস্তা থেকে তাকে বাসায় নিয়ে যায়। কয়েকদিন পর আসমাকে কেউ খোঁজ করছে না দেখে তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের নিজের বাড়িতে নিয়ে যান।

এরপর সে পাঁচ বছর ছিল নোয়াখালীর টেলিফোন বিভাগের কর্মকর্তা ফরহাদ কিসলুর বাসায়। এরপর আরো দুই বাসায় ছয় বছর থেকে পুনরায় ফরহাদ কিসলুর বাসায় সে ফিরে আসে। ফরহাদ কিসলুর বাড়ির এক নির্মাণ শ্রমিকের সঙ্গে সে বিয়ে করে চলে যায় চট্টগ্রামে। সেখানে তিন বছরের দাম্পত্য জীবনে একটা কন্যা সন্তানের জন্ম হয়। পরে স্বামী প্রবাসে চলে গেলে আবার নোয়াখালীতে কিসলুর বাড়িতে চলে আসে। কিসলুর স্ত্রী  ফাতেমা জোহরা সীমা হারিয়ে যাওয়া আসমার কাছ থেকে পাওয়া ‘ব্রাহ্মণবাড়িয়ার নড়াই গ্রাম’ সূত্র ধরে স্থানীয় সাংবাদিক মেজবাহ উল হক মিঠুর সহযোগিতায় তার পরিবারকে খুঁজে পায়। ২৫ সেপ্টেম্বর শুক্রবার ভিডিও কলের মাধ্যমে আসমাকে তার পরিবারের সঙ্গে কথা বলিয়ে দেন। এসময় এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

দীর্ঘ ২০ বছর পর হারিয়ে যাওয়া একটা মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ায় প্রশংসায় ভাসছেন ফাতেমা জোহরা সীমা ও সাংবাদিক মেজবাহ উল হক মিঠু।

ভয়েস টিভি/এমএইচ

You may also like