Home সারাদেশ পরিযায়ী পাখি দিবস উদযাপন

পরিযায়ী পাখি দিবস উদযাপন

by Shohag Ferdaus
পরিযায়ী

‘পাখিরা পৃথিবীতে একীভূত রাখে’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপলক্ষে ১০ অক্টোবর শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসিম আহমেদ।

সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, অর্থ সম্পাদক মামুন ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব হাসান, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এর আগে পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রমিজ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাসিম আহমেদ বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক জোগায় তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সজিবতা। তাই পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: পরিযায়ী ও দেশী পাখির কলকাকলীতে মুখরিত জবই বিল

ভয়েস টিভি/এসএফ

You may also like