Home বিনোদন পরিস্থিতি মোকাবিলায় সবার পাশে থাকার আশ্বাস দেবের

পরিস্থিতি মোকাবিলায় সবার পাশে থাকার আশ্বাস দেবের

by Shohag Ferdaus

করোনা মহামারির মধ্যেই নতুন সঙ্কট ঘূর্ণিঝড় ইয়াস। পরিস্থিতির মোকাবিলায় সকলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব।

সবার প্রতি দেবের বার্তা, ‘কঠিন সময়। একসঙ্গে লড়তে হবে’। রাজ্য সরকার সকলের পাশে আছে বলেও জানিয়েছেন দেব।

২৫ মে মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেব বলেন, ‘আমরা সকলে চেষ্টা করছি, কী ভাবে মানুষকে ভাল রাখা যায়। এই করোনা মহামারির সঙ্গে আর একটা ঘূর্ণিঝড়ের মুখোমুখি আমাদের দাঁড়াতে হচ্ছে।’

দেবের কথায়, ‘এটা কঠিন সময়। একসঙ্গে লড়তে হবে। পরের প্রজন্মকে বলার জন্য আমাদের কাছে অনেক স্মৃতি থাকবে।’ একইসঙ্গে সকলের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।

ঝড়ের সময় সাধারণ মানুষকে ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন দেব। ঝড়ের সময় যাঁরা বাড়িতে থাকা নিয়ে আশঙ্কা রয়েছে তাদের তাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শও দিয়েছেন দেব।

ভয়েস টিভি/এসএফ

You may also like