Home শিক্ষাঙ্গন আবাসিক হল খুলে পরীক্ষার দাবি ইবির সব ছাত্র সংগঠনের

আবাসিক হল খুলে পরীক্ষার দাবি ইবির সব ছাত্র সংগঠনের

by Shohag Ferdaus
ছাত্র সংগঠনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন। এছাড়াও একই দাবি জানিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা।

২৫ ডিসেম্বর শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতারা।

গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তবে কোনোভাবেই আবাসিক হল খোলা হবে না বলে জানিয়ে দেয়া হয়।

এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে সরব হয়।

এদিকে এক বিবৃতিতে আবাসিক হল বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে শাখা ছাত্র মৈত্রী।

বিবৃতিতে তারা বলেন, আবাসিক সুবিধা ছাড়া পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা নিজেদের মতো বিভিন্ন স্থানে অবস্থান করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে। এতে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার আরও বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত রেখে অনলাইনে সম্পন্নকৃত কোর্স সমূহের রিভিউ পাঠদান না করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই দাবিতে বিবৃতি দিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগের নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী ফয়সাল সিদ্দিকী আরাফাত একই দাবি জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি‌, শিক্ষার্থীদের আবাসিক ও পরিবহন ব‍্যবস্থা নিশ্চিত করে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ব‍্যবস্থা করুন।’

একই দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী মিজানুর রহমান লালন। একই দাবিতে ফেসবুকে সরব হয়েছেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী তৌকির মাহফুজ মাসুদ।

এদিকে একই দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের দফতর সম্পাদক ও নতুন কমিটির সভাপতি প্রার্থী শাহেদ আহমেদ।

ভয়েস টিভি/এসএফ

You may also like