ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১২ বছর বয়সী এক শিশুসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ব্যবসায়ে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌনে ১১টায় ময়মনসিংহ র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের রামবাবু রোডের আলীমন প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. রফিক (২০), নুর মোহাম্মদ (৪০), মো. শরিফুল আলম (১৯) ও মো. লিখন (১২)।
র্যাব-১৪ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অশ্লীল ছবি ও ভিডিও ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ছড়িয়ে আসছিল এবং পর্নোগ্রাফি সিডি ক্রয়-বিক্রয়ে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রামবাবু রোড আলীমন প্লাজার বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায়ে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, আমাদের কাছে আসামিদের হস্তান্তর করেছে র্যাব। শনিবার তাদের আদালতে তোলা হবে। তবে মামলার শিশু আসামি আইন অনুসারে সুবিধা পাবে।
ভয়েস টিভি/এমএইচ