Home সারাদেশ সাতক্ষীরায় পলিথিন কারখানার কাটার ব্লেডে পড়ে নিহত ১

সাতক্ষীরায় পলিথিন কারখানার কাটার ব্লেডে পড়ে নিহত ১

by Newsroom

সাতক্ষীরার পাটকেলঘাটার একটি পলিথিন কারখানার কাটার ব্লেডে পড়ে জুয়েল শেখ নামের এক শ্রমিক নিহত হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে ওই থানার শাকদাহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা মালিক ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

নিহত জুয়েল শেখ (২৫) পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের অজেদ আলী শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পলিথিন কারখানায় কাজ করছিল জুয়েল শেখ। বিকেলে কারখানার মেশিনে আঘাত পেয়ে মারা যান তিনি। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে কারাখানার মালিক। তবে সন্ধ্যার আগে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। নিহত জুয়েলের মুখ বিকৃত হয়ে গেছে এবং একটি চোঁখ খুজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটিতে কোনো প্রকার সাইনবোর্ড দেখা যায়নি। কারখানায় উৎপাদিত পলিথিনের গায়ে সাধু এন্টারপ্রাইজ, চিত্রনিত্য এন্টারপ্রাইজ, কমল এন্টারপ্রাইজ নামের লেভেল রয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কারখানায় কাজ করতে গিয়ে মেশিনের হাতলে বাড়ি খেয়ে নিহত হয় শ্রমিক জুয়েল। এ ঘটনায় কারখানার মালিক মিলন সাধু ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

তিনি বলেন, পলিথিন কারখানাটি বৈধ বলে দাবি করছে কারখানা মালিক। আমরা কাগজপত্র যাচাইবাছাই করছি। আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like