Home জাতীয় করোনায় পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

করোনায় পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

by Amir Shohel
আমিনুল

করোনায় আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১ জুলাই শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল ইসলাম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ২২ জুন বগুড়ার টিএমএসএস-এ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করতে দেন তিনি। পরদিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সে সময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন।

ভয়েসটিভি/এএস

You may also like