Home সারাদেশ জয়পুরহাটে লকডাউনের মধ্যেও জমজমাট পশুর হাট

জয়পুরহাটে লকডাউনের মধ্যেও জমজমাট পশুর হাট

by Shohag Ferdaus

করোনা সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে ৫ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য কেনাবেচার কথা বলা হলেও সরকারি বিধিনিষেধ আগ্রাহ্য করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলছে জমজমাট পশুর হাট।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার একমাত্র পশুরহাটে লোক সমাগম ও ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। সেই সঙ্গে মাস্ক না পরেও বাজারে দেখা গেছে অনককেই । মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি। দেখে বোঝার উপায় নেই করোনার ভয়াবহ পরিস্থিতিতে দেশে লকডাউন চলছে।

হাটে আসা ক্রেতা-বিক্রেতার হাতে বা থুতনিতে মাস্ক থাকলেও মুখে নেই অনেকের। ব্যবহার করা হচ্ছে না জীবাণুনাশক কোন স্প্রে। হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে ৬ ফিট দূরত্ব বজায় রেখে পশু কেনাবেচার কথা লেখাযুক্ত একটি ব্যানার হাটের প্রবেশদ্বারে টানানো থাকলেও তা মানছেন না কেউ।

পাঁচবিবির প্রাচীনতম এই পশুর হাটে বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, পলাশবাড়ী, রানীগঞ্জ, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ ও বদলগাছীসহ উত্তরের প্রায় ১০ থেকে ১৫টি উপজেলার কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা ও খামারিদের গণজামায়েত ঘটে। করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের মধ্যেও পাঁচবিবিতে পশুর হাট এমন যমজমাট দেখে আতংকিত সাধারণ মানুষ। এছাড়াও শহরের বেশকিছু দোকানপাট সকালের দিকে খোলা দেখা গেছে।

হাট পরিচালনা কমটির সভাপতি আব্দুল কাদেও বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা হচ্ছে।

লকডাউনের মধ্যেও পশুর হাট বসানো যাবে কিনা তা জানতে চাইলে জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে যেহেতু সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। সেহেতু নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like