Home পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আরও ৩১৯২ জনের করোনা শনাক্ত

পশ্চিমবঙ্গে আরও ৩১৯২ জনের করোনা শনাক্ত

by Shohag Ferdaus
২ কোটি ৮৯ লাখ

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৮৬ শতাংশ।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন। এনিয়ে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এর ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ২৪২ জন।

১৭ সেপ্টেম্বরের তুলনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা দুই-ই কমেছে। আশার আলো জোগাচ্ছে রাজ্যের সুস্থতার হার। ৮৬.৮৬ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬০ জন। এর ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৯০ হাজার ২১ জন।

শুক্রবার রাজ্যে ৪৫ হাজার ২২৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৬ লক্ষ ৯৯ হাজার ২৯৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮.১০ শতাংশ মানুষের রিপোর্ট পজিটিভ এসেছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like