Home পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে খুলেছে বিনোদোন কেন্দ্র

পশ্চিমবঙ্গে খুলেছে বিনোদোন কেন্দ্র

by Shohag Ferdaus
বিনোদোন কেন্দ্র

করোনা সতর্কতায় ভারতের পশ্চিমবঙ্গে গত ১৭ মার্চ থেকে চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক, ইকো ট্যুরিজম সেন্টারগুলো বন্ধ রয়েছে। দীর্ঘ ৬ মাস পর কোভিড গাইডলাইন মেনে ২ অক্টোবর শুক্রবার এগুলো খুলে দেয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা। এ চিড়িয়াখানার প্রবেশপথেই দর্শকদের দেহের তাপমাত্রা মাপা হচ্ছে। দর্শক প্রবেশের জন্য মাত্র দু’টি গেট খোলা রাখা হয়েছে। সেখানেই ই-টিকিট স্ক্যান করালে ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। টিকিট নিয়ে চিড়িয়াখানার গেটে পৌঁছলে শারীরিক পরীক্ষাও দিতে হচ্ছে।

দর্শকদের জন্যও বিশেষ কিছু বিধি নিষেধ রয়েছে। প্রথমত, এনক্লোজারের বাইরে গোল দাগ কেটে দেয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্ব রেখে তার মধ্যেই দাঁড়াতে হবে দর্শকদের। থুতু বা পানের পিক ফেলা শাস্তিযোগ্য অপরাধ। মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজার টানেল রয়েছে। তার ভেতর দিয়েই ঢুকতে হচ্ছে। চিড়িয়াখানার ভেতরে খাবার পানির ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে। পানি বাড়ি থেকে আনতে হবে। খাবার নিয়ে ঢোকা যাবে না। সব মিলিয়ে যে কোনোরকম স্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

টানা তিন ঘণ্টার বেশি আপাতত দর্শকদের চিড়িয়াখানায় থাকতে দেয়া যাবে না। এছাড়া, কোনো খাঁচার সামনে যাতে দর্শকদের অতিরিক্ত ভিড় না জমে, তা দেখবেন রক্ষীরা। এ জন্য খাঁচার সামনে দাঁড়ানোর জায়গাও চিহ্নিত করা হয়েছে।

চিড়িয়াখানার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দিন সিসিটিভির নজরে রাখা হবে সবাইকে। দর্শকদের ক্ষেত্রে যেমন কিছু বিধিনিষেধ থাকছে। তেমনই পশুপাখিরা এতদিন পর কীভাবে নতুন পরিস্থিতির মধ্যে আচরণ করে, তা দেখে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে আলাদা ব্যবস্থা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like