Home বিশ্ব পাকিস্তানের জয় উদযাপন করায় কাশ্মীরে মেডিক্যাল ছাত্রীদের নামে মামলা

পাকিস্তানের জয় উদযাপন করায় কাশ্মীরে মেডিক্যাল ছাত্রীদের নামে মামলা

by Shohag Ferdaus

ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেয়া ও পাকিস্তানের জয়ে উদযাপন করার অভিযোগে কাশ্মীরি মেডিক্যাল কলেজের ছাত্রীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট তথা ইউএলএফের তরফে যারা ওই তরুণীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের হুমকি দেয়া হয়েছে।

ওই জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ”কারা ওই এফআইআরের পিছনে রয়েছে, সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে। অ-স্থানীয় সেই সব কর্মী ও শিক্ষার্থীদের হুঁশিয়ারি দেয়া হচ্ছে এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে।” অভিযোগকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই বিবৃতিতে।

বিশ্বকাপের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। সেই সময়ই একটি ভিডিও ভাইরাল হয়। তাতে শ্রীনগরের মেডিক্যাল কলেজ ও শ্রী কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের গার্লস হস্টেলে পড়ুয়া তরুণীদের দেখা গিয়েছে পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতে। ভিডিওতে তাদের পাকিস্তানের জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে। ওই তরুণীদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে পাকিস্তানের জয়ের পক্ষে হটসঅ্যাপে স্টাটাস শেয়ার করে চাকরি হারিয়েছেন এক শিক্ষিকা।

ভয়েস টিভি/এসএফ

You may also like