Home বিশ্ব পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প : নিহত ২০, আহত ৩ শতাধিক

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প : নিহত ২০, আহত ৩ শতাধিক

by Shohag Ferdaus

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর সকালে ভূমিকম্প হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পনের সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৯। খবর ডন ও বিবিসির।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, নিহতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেতে পারে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভূমিকম্পের কিছু সময় পর বেলুচিস্তানের রাজধানী কোয়েটার লোকজন বসত বাড়ি ছেড়ে শহরের রাস্তায় নেমে পড়ে।

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার মাধ্যমে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের সময় দালান ধসে পড়ায় মানুষের প্রাণহানি হয়েছে।

আরো পড়ুন : চীনে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৩০০ শত মানুষ আহত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেক মানুষকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরো একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ভূমিকম্পের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হারানি জেলা।

এই হারানি জেলা প্রাদেশিক রাজধানী কোয়েটার উত্তরে অবস্থিত। হারানিতে বেশ কয়েকটি বড় কয়লাখনিও রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু বিবিসিকে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী সেবাদানকারী বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে।

ভয়েস টিভি/এমএম

You may also like