Home সারাদেশ গ্রামবাসীর সখ্যতায় শত প্রজাতির পাখির আবাস

গ্রামবাসীর সখ্যতায় শত প্রজাতির পাখির আবাস

by Newsroom
পাখির আবাস

বরগুনা : বরগুনার তালতলী উপজেলার সাগর উপকূলের সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রাম। আধুনিকতার ছোঁয়ায় দেশের বেশিরভাগ এলাকাই যখন হয়ে যাচ্ছে বৃক্ষশূণ্য। তখনে এলাকায়  কয়েক বছর ধরে বিভিন্ন গাছে শত প্রজাতির পাখির মিলনমেলা। গ্রামবাসীর সঙ্গে পরম সখ্যতায় আবাস গড়ে তুলেছে এসব পাখিরা।

সাধারণত দেশে অভ্যয়ারণ্য কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির পাখি যেখানে সেখানে গড়ে তুলতে পারছে না  আবাস। কিন্তু এ স্থানে অভ্যয়ারণ্য থাকায় কয়েকশ সাদা বক, গুজিবক, রাজ্ঞাবকসহ পানকৌড়ি। রয়েছে হাজারো শালিক, চড়ুইসহ শত প্রজাতির পাখি। পাখি প্রিয় গ্রামবাসীর সাথে এতোটা সখ্যতা পাখিদের যেখানে কিছু পাখি বাসা বানিয়েছে অনেকের বসত ঘরে।

ভোরে এসব পাখি বাসা ছেড়ে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। ফিরে আসে গোধুলী বেলায়। এসব পাখির ছানা বড় হয়ে গেলে সব পাখিই হারিয়ে যায় দূর দেশে। আর বছরের এই সময়টাই ডিম পাড়তে আর ছানাদের বড় করতে বাসা বাঁধে এখানে।

দূর দূরান্ত থেকে পাখিদের এই মিলনমেলা দেখতে আসেন দর্শনার্থীরা। সেলফিতে ও ছবি তোলে অনেকেই। উপভোগ করে পাখিদের কোলাহল।

সম্পাদনা: দেলোয়ার

You may also like