Home বিনোদন পোশাকের সমালোচনায় নেটিজেনরা, প্রতিক্রিয়াহীন ‘পাখি’

পোশাকের সমালোচনায় নেটিজেনরা, প্রতিক্রিয়াহীন ‘পাখি’

by Shohag Ferdaus
পাখি

লাল রঙের জামা পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন পাখি খ্যাত মধুমিতা সরকার। লিখেছেন, ‘লালটুকু থাকুক না!’ এরপরই তার এই ছবি নিয়ে শুরু হয় তোলপাড়।

১১ নভেম্বর রাত ৯টার দিকে দেখা যায় ৯ ঘণ্টা আগে পোস্ট করা ছবিটিতে এক লাখ ৭০ হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার লাভ প্রতিক্রিয়ার বিপরীতে ৩০ হাজার হাসির প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। আর মন্তব্য করেছেন ৩৮ হাজার ফেসবুক ব্যবহারকারী।

পাখি চরিত্রটিকে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে গ্রহণ করেছে। এমনকি কয়েক বছর আগে এক ঈদে পাখি ড্রেসও ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এ কারণেই এই ছবিতে তারা নেতিবাচক ও ইতিবাচক ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে ৩৮ হাজার মন্তব্যের মধ্যে অধিকাংশ মন্তব্যই মধুমিতার পোশাক নিয়ে। প্রচুর অশ্লীল মন্তব্যও রয়েছে এর মধ্যে। তবে এর কোনো প্রতিক্রিয়া জানাননি মধুমিতা খ্যাত পাখি।

রাইসা ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘লালটুকু তো আছেই! কিন্তু এত কম কাপড় কিনছ ক্যান! লালটুকু আর একটু থাকলে ভালো হত।’

‘বোঝেনা সে বোঝেনা’ নামের সিরিয়ালটি স্টার জলসায় সম্প্রচারিত একটি জনপ্রিয় টিভি ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন মধুমিতা সরকার। এ নাটকে পাখি চরিত্রে অভিনয় করেন তিনি। পাখি হিসেবে বেশ জনপ্রিয় হন তিনি। পাখির আড়ালে তার আসল নামটা মনে করতে এখনো বেশ সময় নেয় দর্শক।

আরও পড়ুন: টাইটানিকের নায়ক জ্যাকের জন্মদিন আজ

ভয়েস টিভি/এসএফ

You may also like