শুটিং শুরুর দীর্ঘ পাঁচ বছর পর নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘পাগলের মতো ভালোবাসি’ চলচ্চিত্র। আজ শুক্রবার এটি সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। করোনার কারণে দীর্ঘ সময় চলচ্চিত্র মুক্তি বন্ধ থাকলেও এ চলচ্চিত্রটির মাধ্যমে খুলল প্রেক্ষাগৃহের তালা। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। আর চলচ্চিত্রটি নিয়ে এর অভিনেতারাও বেশ আশাবাদী।
রোমান্টিক-অ্যাকশনধর্মী ত্রিভূজ প্রেমের এ সিনেমায় আসিফ নূর ও সুমিত সেন গুপ্ত এ দুই নায়কের বিপরীতে অভিনয় করেছেন অধরা খান।
২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল এই ছবির। প্রায় চার বছর পর ২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এর পরই করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এটি আর তখন মুক্তি দিতে পারেননি নির্মাতা।
চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা আসিফ নূর বলেন, ‘পরিচালক শাহীন সুমনের আলাদা এক দর্শক প্রিয়তা আছে। এ ছাড়া আমি বলতে পারি– দর্শক নতুন একটি গল্প পাবে এ সিনেমায়। এই ছবিতে সবাই তার নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছেন। পাঁচ বছরের পুরোনো হলেও ছবির গল্পটি অনেক ভালো। আমার প্রত্যাশা সিনেমাটি দর্শক মহলে সারা ফেলবে।’
এ প্রসঙ্গে অধরা খান বলেন, ‘প্রথম সিনেমার বিষয়টি সবসময় অন্যরকম। যে সিনেমাটির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সেটি মুক্তি পাচ্ছে এত দীর্ঘ সময় পর, সে জন্য খারাপ লাগা আছে। তবে আনন্দের বিষয় হচ্ছে– শেষ পর্যন্ত দর্শক সিনেমাটি দেখতে পাবেন। সবাইকে আহ্বান জানাব, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।’
সিনেমাটির আরেক নায়ক সুমিত সেন গুপ্ত বলেন, আমার প্রত্যেকটা কাজ নিয়েই প্রত্যাশা থাকে। আর শাপলা মিডিয়া পরিবেশিত পাগলের মতো ভালোবাসি চলচ্চিত্রটি নিয়ে শতভাগ প্রত্যাশা আমার। করোনার এ সময়ে গল্পটা মানুষের মনে একটু হলেও ভলো লাগবে।
ভয়েস টিভি/এসএফ