জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পচ্ছে এক হাজার ২৭৩টি গৃহহীন পরিবার। ২৩ জানুয়ারি শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের ঘর ও দুই শতক করে জমি হস্তান্তর করবেন।
জমির দলিল, নামজারি ও একটি সনদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসন আসিব আহসান তাদের বুঝিয়ে দেবেন বলে জানা গেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রংপুর জেলার আটটি উপজেলায় প্রথম পর্যায়ে ২৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে ৯৮৫টিসহ মোট এক হাজার ২৭৩টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।
রপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রীই নন। একজন দরদী মা, মমতাময়ী মা। কোনো অসহায় দরিদ্র মানুষ কষ্টে থাক তা তিনি চান না। তাই এই মানুষগুলো না চাইতেই তিনি তাদের পাশে দাঁড়ালেন। এর চেয়ে মানবিকতা বড় উধাহরণ আর কী হতে পারে ?
তিনি বলেন, ইতোমধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ভূমিহীন-গৃহহীন বিধবা, বয়স্ক, দুস্থ এবং প্রতিবন্ধী মানুষদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রীর ঘর পাবেন এই সংবাদে খুশি রংপুরের গংগাচড়ার লক্ষীটারী চরের বৃদ্ধা জাবেদ আলী। তিনি বলেন, বাবা জীবনে কাইও মোর খোঁজ নেয় নাই। মুই নাকি ঘর পাইম, তাই পাইটকের ( ইটের) নাকী, উপরোত টিন দেওয়া। মুই খুব খুশি। শেখের বেটির জন্যি দোয়া করি বা তাই ভালো থাক।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, অসহায় দুস্থ মানুষদের জন্য বানানো এসব ঘর মানসম্মতভাবে করা হয়েছে। সরকারি যে শিডিউল ইস্টেমেট ছিলো সেই ভাবেই বানানো হয়েছে।
কোনো ত্রুটি হয়নি দাবি করে বলেন, এরপরেও যদি কোনো ধরণের ত্রুটি ধরা পড়ে তাহলে এর সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যোকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস টিভি/এমএইচ