Home সারাদেশ খুলনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫, আটক ১০

খুলনায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫, আটক ১০

by Newsroom

দেশের বন্ধ পাটকল চালুর দাবিতে খুলনায় সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পুলিশের  লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপে ছত্রভঙ্গ হয়েছে।  ১৯ অক্টোবর সোমবার  দুপুরে নগরীর ইস্টার্ন জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

এসময় অ্যাড. কুদরত ই খুদা, মিজানুর রহমান বাবু,  নান্টু, এস এ রশিদসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

আন্দোলনকারীরা জানিয়েছেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইস্টার্ন জুটমিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে বেলা ১১টার দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করে। এর কছিু সময় পরে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। প্রথমে বাকবিতন্ডা ও পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১৫-২০জন আহত হন।

আহত শ্রমিকরা হলেন- সুচিত্রা বিশ্বাস, হাফিজা বেগম, নাজমা খাতুন, সুমি রায়, শেফালী বালা, সাফিয়া। এদের মধ্যে আহমেদ তাসনিম শ্যামলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ বলেছে, বিনা উস্কানীতে আন্দোলনকারীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের নিবৃত্ত করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় ২ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এতে দুইজন পুলিশও আহত হন।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতা মুনির চৌধুরী সোহেল বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ অবরোধ শুরু করে। পুলিশ সকলকে তুলে দেয়ার পর উত্তজনা সৃষ্টি হয়। এরপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

তার দাবি, বিনা উস্কানিতে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। নারী শ্রমিকরা আহত হয়েছেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like