শিমুলিয়া-কাঠালবাড়ী ফেরি ঘাট নব্যতা সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। আর ওই ঘাটের বাড়তি যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। প
যাত্রীবাহী পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকের চাপে সরগরম হয়ে উঠেছে পাটুরিয়া ঘাট এলাকা। আর এ ঘাটের বাড়তি চাপ সামাল দিতে ঘাট থেকে ৫ কিলোমিটার আগেই পণ্যবোঝাই ট্রাক গুলোকে আটকে দিচ্ছে পুলিশ। কিন্তু তাতেও কোন লাভ না হওয়ায় পাটুরিয়া ঘাটের ৩৮ কিলোমিটার আগে ঢাকা জেলার বাথুলী বন্ধ থাকা ওজন স্কেলের ভিতর পন্যবোঝাই ট্রাক গুলোকে আটকিয়ে দিচ্ছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাটের বাড়তি যানবাহনের চাপের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি ও পুলিশ প্রশাসন।
পাটুরিয়া দুটি ট্রাক ট্রার্মিনালে আড়াই শতাধিক ও ট্রার্মিনালের ওয়েট স্কেলের সামনে আরও এক শতাধিক ট্রাক এবং উথুলী সংযোগ মোড়ে আরো দুই শতাধিক পন্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া ঘাট এলাকা ও উথুলী সংযোগ মোড়ে ট্রাক গুলোকে রাখতে না পেড়ে ঢাকা জেলা বাথুলী ওয়েট স্কেলের ভিতর সকাল সাড়ে ৮টা থেকে কিছু কিছু ট্রাক আটকিয়ে রাখা হচ্ছে।
এদিকে সরকারি অফিস আদালত বন্ধ থাকায় যাত্রীবাহী পরিবহন ও ছোট ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) কিছুটা চাপ রয়েছে তবে ঘাট এলাকায় ছোট গাড়ি ৫ নাম্বার ঘাট দিয়ে পার হচ্ছে এবং বাকি যানবাহন গুলো অন্যান্য ঘাট দিয়ে নৌপথ পার হচ্ছে ।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাটে পন্যবোঝাই ট্রাকের চাপ কমাতে ঊথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক ট্রাক আটকিয়ে রাখা হয়েছে, ঘাটের চাপ কমে গেলে সিরিয়াল অনুয়ায়ী ট্রাক গুলোকে ঘাটের অভিমুখে ছেড়ে দেওয়া হবে ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম বলেন, পাটুরিয়া ঘাটে পন্যবোঝাই ট্রাকের চাপ কমাতে ঊথুলী সংযোগ মোড়ে কিছু ট্রাক আটকিয়ে রাখা হলেও সময়ের সঙ্গে পাল্লাদিয়ে ট্রাকের সিরিয়াল দীর্ঘ হচ্ছে সেই কারণে আজ সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা জেলার বাথুলী ওয়েট স্কেলের ভিতর পাটুরিয়া মুখি ট্রাক গুলোকে আটকিকে রাখা হচ্ছে এবং ঘাটের বাড়তি চাপ কমে গেলে এ আটকিয়ে রাখা ট্রাক গুলোকে ছেড়ে দেওয়া হবে ।
বাংলাদেশ অ্যন্তরিণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, মাওয়া ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। আজ যেহেতু শুক্রবার সে কারণে ঘাট এলাকায় এমনিতেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ ও যাত্রীবাহী যানবাহনের চাপ রয়েছে। ৫ নাম্বার ঘাট দিয়ে ছোট গাড়ি (প্রাইভেটকার) পার হচ্ছে এবং বাকি ঘাট গুলো দিয়ে অন্যান্য যানবাহন পার হচ্ছে।
তবে ৪টি ফেরি ঘাটের সবগুলো পন্টুনের পকেট সচল না থাকায় মাঝে মাঝে ফেরি গুলোকে নোঙ্গর করতে কিছু সময় অপেক্ষা করতে হয় যার ফলে লোড আনলোড হতে কিছু সময় ব্যয় হওয়ায় ঘাট এলাকায় কিছুটা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। তবে বর্তমানে ১৯টি ছোট বড় ফেরি দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনসহ যাত্রী পারাপার করা হচ্ছে।
ভয়েসটিভি/এএস