Home সারাদেশ ফরিদগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি খায়ের পাটোয়ারী

ফরিদগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি খায়ের পাটোয়ারী

by Shohag Ferdaus
খায়ের পাটোয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

১৩ জানুয়ারি বুধবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আবুল খায়ের পাটোয়ারীর ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার সভাপতি। এছাড়াও তিনি ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করায় সেসময় তিনি সাড়ে চার বছর কারাভোগ করেন।

প্রবীণ এই আওয়মী লীগ নেতা জীবন সায়াহ্নে এসে দলের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like