Home বিনোদন পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ, থাকছেন সালমানও!

পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ, থাকছেন সালমানও!

by Newsroom
পাঠান

পরপর কয়েকটি সিনেমার ব্যর্থতার কারণে লম্বা বিরতিতে ছিলেন শাহরুখ খান। অবশেষে, দুই বছর পর শিগগিরই বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা।

জানা গেছে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে ফের বলিউডে রাজ করতে হাজির হচ্ছেন কিং খান।

একাধিক সূত্রে ইতোমধ্যে খবর ছড়িয়েছে যে, এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে থাকবেন দীপিকা পাডুকোন। আর সিনেমার ভিলেন হিসেবে থাকছেন জন আব্রাহাম।

শোনা গেছে ‘পাঠান’ সিনেমায় কিং খানের সঙ্গে থাকছেন সালমান খানও। তবে কোনো মূল চরিত্রে নয়।

তাকে দেখা যেতে পারে অতিথি চরিত্রে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সালমানকে তার বহুল জনপ্রিয় টাইগার রূপেই নাকি দেখা যাবে এই সিনেমায়।

শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্ব বহু বছরের। তাদের অভিনীত ‘করন অর্জুন’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা।

এরপর আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে বলিউডের দুই মহারথীকে। সর্বশেষ শাহরুখের ‘জিরো’ সিনেমায় ‘ইশকবাজি’ গানে একসঙ্গে পারফর্ম করেছেন তারা।

ভয়েস টিভি/টিআর

You may also like