Home সারাদেশ পাঠাভ্যাস গড়ে তুলতে বাড়ি বাড়ি গিয়ে বই দেবে জাগরণ

পাঠাভ্যাস গড়ে তুলতে বাড়ি বাড়ি গিয়ে বই দেবে জাগরণ

by Shohag Ferdaus
জাগরণ

‘নিজে পড়ুন, অন্যকেও উৎসাহিত করুন’ শ্লোগানে নীলফামারীতে বই পড়া কর্মসূচি শুরু করেছে জাগরণ পাঠাগার। ২৬ ডিসেম্বর শনিবার দুপুর থেকে জেলা শহরের গাছবাড়ি মহল্লার বিভিন্ন বাড়ি গিয়ে বই বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়।

প্রথম দিনে স্কুল ও কলেজ পড়ুয়া ২০জনের মাঝে গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার বই বিতরণ করা হয়।

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশী রাকিব হোসেন জানান, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। অনেক সময় অকারণে বা খোসগল্পে নষ্ট করি। বাড়িতে বসে বই পাচ্ছি। পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এটি আমার জন্য সহায়ক হবে।

ছকিনা বেগম নামে এক অভিভাবক জানান, করোনার কারণে স্কুল কলেজ বন্ধ। ছেলে মেয়েরা সময় নষ্ট করছে। পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে। যে উদ্যোগ নেয়া হয়েছে এটি ছাত্রদের জন্য বিশেষ উপকারে আসবে।

কবি ও ছড়াকার খবির আহমেদ বলেন, লাইব্রেরিগুলোতে ছেলে মেয়েরা আসতে অনিহা দেখাচ্ছে। মোবাইলে বেশি সময় ব্যয় করছে। এরফলে পাঠাভ্যাস কমে যাচ্ছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ে যে জ্ঞানার্জন করা যায় সেটিতে মনোনিবেশ করছে না ছেলে মেয়েরা। বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ কর্মসূচি জ্ঞানচর্চা বৃদ্ধি করবে।

উদ্যোক্তা ও জাগরণ পাঠাগারের সভাপতি নুর আলম বলেন, অনেকে লাইব্রেরিতে গিয়ে সময় দিতে পারেন না। বিভিন্ন কারণে সেখানে যেতে হয়তো সমস্যা হয়। এসব চিন্তা থেকে বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ কর্মসূচির চিন্তা শুরু করি। এই কর্মসূচির ফলে বই থেকে পিছিয়ে থাকা ছেলে মেয়েরা বিভিন্ন বই পড়ে সময় অতিবাহিত করতে পারবে।

তিনি বলেন, একটি বই সাতদিনে শেষ করে নতুন করে আরও একটি বই সরবরাহ করা হবে পাঠকদের কাছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like