Home সারাদেশ পাথর শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

পাথর শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

by Shohag Ferdaus
পাথর শ্রমিককে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মজনু হোসেন (৩০) নামে এক পাথর শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে সকালে উপজেলার ধবলসুতি মাঝিপাড়া গ্রামের ধরলা নদীতে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে।

নিহত পাথর শ্রমিক মজনু হোসেন উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি মাঝিপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জীবিকা নির্বাহের জন্য মজনু হোসেন প্রতিদিনই নৌকা দিয়ে ধরলা নদী থেকে নুড়ি পাথর সংগ্রহ করেন। বৃহস্পতিবার সকালে নৌকা নিয়ে নদীতে গেলে ওই এলাকার সাহাজুদ্দিন (সাদ্দিন) নৌকাপ্রতি ৫০ টাকা চাঁদা দাবি করেন। পাথর শ্রমিক মজনু হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে মজনু পানিতে ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুপুরে নিহত মজনু হোসেনের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাহাজুদ্দিন ও তার স্ত্রীকে আটক করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে নুড়ি পাথর উত্তোলনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মজনু হোসেন মারা যান। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like