Home বিনোদন পানামা পেপারস কেলেঙ্কারি: ঐশ্বরিয়াকে তলব

পানামা পেপারস কেলেঙ্কারি: ঐশ্বরিয়াকে তলব

by Shohag Ferdaus

পানামা পেপারস কেলেঙ্কারিতে বলিউডের নন্দিত তারকা ও ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম আসায় তাকে তলব করেছে দেশটির অর্থনৈতিক দুর্নীতি তদন্তে গঠিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নয়াদিল্লির লোকনায়ক ভবনে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছে সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইকে। জানা গেছে, ইডির অফিসাররা ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নপত্র তৈরি করেছেন।

২০১৭ সাল থেকে বিদেশে অর্থ পাচার ও সম্পদের পাহাড় গড়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে ৪৮ বছর বয়সী ঐশ্বরিয়াকে।

রবী ঠাকুরের গল্পে

পানামা পেপারস কেলেঙ্কারিতে অভিযুক্তদের যে তালিকা ইডির তদন্ত কর্মকর্তারা তৈরি করেছেন, তাতে সবার ওপরে রয়েছে জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম। এ ছাড়া বচ্চন পরিবারের আরও কয়েক সদস্যের নাম রয়েছে তালিকায়।

এর আগে, জিজ্ঞাসাবাদের তারিখ দুইবার পিছিয়েছেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ। তবে ঐশ্বরিয়াকে তলব প্রসঙ্গে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পানামা পেপারস-কাণ্ডে ফের অস্বস্তিতে পড়েছে বচ্চন পরিবার।

নব্বই দশকের শুরুতে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু ঐশ্বরিয়ার। সে সময়ই পেপসির এক বিজ্ঞাপনের মাধ্যমে দৃষ্টি কাড়েন সবার।

১৯৯৭ সালে তামিল সিনেমা ইরুভার দিয়ে বড় পর্দায় অভিষেক তার। একই বছর ববি দেওলের বিপরীতে অওর পেয়ার হো গায়া সিনেমা দিয়ে শুরু তার বলিউড যাত্রা।

পরবর্তীকালে ২০০২ সালে বানসালির সিনেমা দেবদাস-এ অভিনয়ের জন্য দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি।

ক্যারিয়ারের তিন দশক কাটিয়ে আজও তিনি সমান জনপ্রিয় দর্শক মহলে।

ভয়েস টিভি/এসএফ

You may also like